জাতি মনে রাখবে এমন নির্বাচন করতে চাই: বদিউল আলম
- By Jamini Roy --
- 09 October, 2024
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, তিনি এমন একটি নির্বাচন করতে চান যা জাতি সব সময় মনে রাখবে। বুধবার (৯ অক্টোবর) নির্বাচন কমিশনে ইসি সচিবের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
ড. বদিউল আলম বলেন, “এমন একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সুপারিশ করা হবে। অতীতে বিভিন্ন কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি, কিন্তু আমরা অতীত ভুলে সামনে এগোতে চাই।” তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সুপারিশ করা হবে।
তিনি আরো বলেন, “নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ফর্মের পর্যালোচনা করা হবে, যাতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়।” প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার ও ভোটের অধিকার নিয়ে আলোচনা করার কথাও উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের ব্যাপারে তিনি জানান, আপাতত সংলাপের কোনো পরিকল্পনা নেই, তবে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাব গ্রহণ করা হবে।
ড. বদিউল আলম বলেন, “জাতীয় নির্বাচনের আরপিওসহ বিভিন্ন আইন পর্যালোচনা করা আমাদের বড় কাজ। আমরা অতীতের নির্বাচনগুলো বিশ্লেষণ করবো এবং পার্শ্ববর্তী দেশের নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।” তিনি নিশ্চিত করেছেন যে, কমিশনের কার্যক্রমের ওপর ভিত্তি করে নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে এবং নির্বাচন সুসম্পন্ন করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, “আমাদের পবিত্র দায়িত্ব হলো, এই নির্বাচন ব্যবস্থা শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।”